sliderস্থানীয়

ঢাকা ২ আসনে নৌকার পক্ষে শাহীন আহমেদের গণসংযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-২ আসনে নৌকার পক্ষে গণসংযোগ করেন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ।

২২ অক্টোবর ৩ টায় কেরানীগঞ্জ উপজেলা সংলগ্ন কোনাখোলা এলাকার বিভিন্ন স্থানে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগ করেন এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে নৌকা প্রতীকের জন্য সকলের কাছে ভোট চান এছাড়াও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বাস্তা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি মণ্ডপে নগদ অর্থ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আশকর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জিলানী মিয়া,আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জেড এ জিন্নাহ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এইচ এম অহিদুল হক, সদস্য মোঃ আহসান উল্লাহ, মোঃ সেকেন্দারআলী,বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, সাহাবুদ্দিন মেম্বার,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি আবু আলেম মোল্লা রানা, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব হোসেন বিপ্লব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য কামরুল ইসলাম সৈকত প্রমূখ ।

Related Articles

Leave a Reply

Back to top button