
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বানিজ্যদূত রুশনারা আলী পাঁচ দিনের সফরে গতকাল (শনিবার) রাতে ঢাকায় এসেছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তার এই সফর।
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের এই এমপি আজ (রোববার) আনুষ্ঠানিকভাবে তার সফর কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছিলো রুশনারা আলীর নেতৃত্বে।
দুই দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী ২০১২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। তারপর থেকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিমুখী বাণিজ্য ২৩০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।