ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর দক্ষিণ এবি যুবপার্টির উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর যুব পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদ আজাদের পরিচালনায় সভাপতিত্ব করেন যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল। পার্টির কেন্দ্রীয় দপ্তরে আয়েজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন।
যুবকদের উদ্দেশ্যে মজিবুর রহমান মন্জু বলেন, বিপ্লবোত্তর দেশ গঠনে যুব সমাজকে নিজেদের যোগ্যতা বৃদ্ধি এবং সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে, রাজনীতিতে জীবন ও সম্পদের যেমন ঝুঁকি রয়েছে, তেমনি রয়েছে মানুষের অফুরন্ত দোয়া ও ভালোবাসা। এবি পার্টি দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য রাজনীতি করে। কারণ নাগরিক হিসেবে প্রতিটি মানুষেরই রাষ্ট্রের কাছে জান-মালের নিরাপত্তাসহ নাগরিক অধিকারের প্রাপ্যতা রয়েছে। সেখনে রাষ্ট্র তার নাগরিকদের মাঝে ধর্ম-বর্ণ বা পেশার কারণে বিভক্তি করেনা। এবি পার্টি সকল শ্রেণী-পেশার মানুষের ইনক্লুসিভ রাজনৈতিক দল। তিনি যুব পার্টির নেতা কর্মীকে আদর্শ ও নীতি-নৈতিকতার দিক থেকে সবার সেরা হওয়ার পাশাপাশি জনগনের কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান।
এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেন, চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষা হল বৈষম্যহীন বাংলাদেশ গঠনের। বিগত দূর্নীতিবাজ ফ্যাসিবাদী আওয়ামী সরকার ছাত্রলীগ-যুবলীগ দিয়ে দেশকে অপরাধের স্বর্গ রাজ্য বানিয়েছিল। তার প্রতিরোধে দেশপ্রেমিক ছাত্র-যুবকরাই সেই দুঃশাসনপর পতন ঘটিয়েছে। তাই তিনি দেশ গঠনে যুব সমাজকে আরো সম্পৃক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানান। তিনি বলেন, যুব সমাজকে সংঘবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। এবি যুব পার্টি সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি সচেতন যুবসমাজকে এবি যুব পার্টির সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুব পার্টির যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শিলা, সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান, ইমরান হোসেন শিবলু।
সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তরের আহবায়ক ইন্জিনিয়ার কৌশিক আহমদ, যুব নেতা মঈন উদ্দিন, শরিফ হোসেন, মিরাজুল ইসলাম শান্ত, নুসরাত জাহান পিংকী, ইসরাত জাহান লিজা, এডভোকেট রুহুল আমিন, মাইনুল ইসলাম, জুয়েল রানা, এ আর জামান, শাহজাহান কবির প্রমূখ।