sliderস্থানীয়

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধি:প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মনোনীত হয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পিএএ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের উপ-পরিচালক মীর্জা মো. হাসান খসরু স্বাক্ষরিত এক পত্রে জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদারকে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ মনোনীত করা হয়।

২০২২ সালের ৪ ডিসেম্বর ফরিদপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই জেলায় শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার। একই সাথে শিক্ষার মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আলোচনায় আসেন এ জেলা প্রশাসক। একই সঙ্গে দাঁড়িয়েছেন অসংখ্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে। সাথে অর্থের অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এমন মেধাবী শিক্ষার্থীদের দিয়েছেন নগদ অর্থ, বই, পোশাকসহ নানা সামগ্রী।

এব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, “যে কোনো পুরস্কারই কাজের অনুপ্রেরণা যোগায়। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ও শিক্ষাব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরাও ফরিদপুরবাসীকে শিক্ষার সকল পর্যায়ে স্মার্ট শিক্ষাব্যবস্থা উপহার দিতে চাই। আমার এ পুরস্কার প্রাপ্তি এ কাজে আরও সাহসী ভূমিকা রাখবে বলে মনে করি।”

সবার কাছে সহযোগিতা ও দোয়া কামনা করে এ জেলা প্রশাসক বলেন,”সকলের সহযোগিতা পেলে ফরিদপুরবাসীকে আমি একটা স্মার্ট ফরিদপুর উপহার দিব।”

মর্যাদাপূর্ণ এ অর্জনের জন্য শ্রদ্ধেয় জেলা প্রশাসককে (ডিসি) জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button