sliderরাজনীতিশিরোনাম

ঢাকা উত্তর সিটিতে তাবিথ আউয়ালের খাবার-সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র মানুষের মধ্যে অব্যাহতভাবে খাবার সামগ্রী বিতরণ করছেন তাবিথ আউয়াল।
গতকাল বৃহস্পতিবার ৩৪ নম্বর ওয়ার্ডে রায়ের বাজার, মধু বাজার, পাঠশালা গলি, দুর্গা মন্দির, সাদেক খান রোড, শঙ্কর ও নিমতলীর অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়। এসময় ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিগত সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন তাবিথ। কয়েক দিন আগে ১৬ নম্বর ওয়ার্ডে খাবার সামগ্রী বিতরনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন তিনি। তাকে এ কাজে সহায়তা করছেন কাউন্সিলর প্রার্থীরা।
তাবিথ আউয়াল বলেন, আমরা সুবিধাবঞ্চিত ও অভাবী মানুষদের একটি তালিকা তৈরি করেছি। তাদের কাছে আমরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছি। যাতে তারা নিজেদের ঘরে নিরাপদে থাকতে পারে৷
আজ ১৮ নম্বর ওয়ার্ডেও ত্রাণ বিতরণ করা হয়। এসময় তাবিথের সাথে বিগত নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button