
ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সকল সহিংস ঘটনা পর্যালোচনা করার কথা বলা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে প্রদান করে ঢাকার মার্কিন দূতাবাস।
বিবৃতিতে বলা হয়েছে, ‘২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানাচ্ছে। এক পুলিশ কর্মকর্তা, এক রাজনৈতিক কর্মী নিহত এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সব সহিংস ঘটনা পর্যালোচনা করব। মার্কিন দূতাবাস সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানিয়েছে।
মার্কিন দূতাবাস জানায়, ‘আমরা সব পক্ষকে শান্ত ও সংযমী হওয়ার আহ্বান জানাই। আমরা সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।’