বাংলাদেশে এ প্রথম বিশ্ব দাদীমা দিবস পালিত হলো। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি পালন এবং জাতিসঙ্ঘে অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানান ‘গ্র্যান্ড মাদার ডে’র আয়োজকেরা। একই সাথে ঐতিহ্য ও সভ্যতার ধারক-বাহক এবং মূল্যবোধ রার্থে এ দিবসটিকে জাতীয়ভাবে পালনের আহ্বান জানান তারা। এ দিবস উপলে প্রবীণ সাংবাদিক শেখ রকিব উদ্দিন এবং তার সহধর্মিণী মনোয়ারা রকিবকে গতকাল সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে চীনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আউলি গ্রুপের উদ্যোগে বিশ্ব দাদীমা দিবসটি পালনে করা হয়। মিডিয়া পার্টনার হিসেবে ছিল বিডিসংবাদ ও বর্ণমালা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও জয়যাত্রা ফাউন্ডেশনের পরিচালক হেলেনা জাহাঙ্গীর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্তা সংস্থা রয়টার্সের বাংলাদেশ ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম মহসিন এবং সংস্থাটির সাধারণ সম্পাদক বিডিসংবাদ ডট কমের সম্পাদক মীর আহম্মেদ মিরু এবং আয়োজক কমিটির সদস্যসচিব, বিডিসংবাদ ডট কমের প্রধান প্রতিবেদক মাহমুদা ডলি।
গ্র্যান্ড মাদার ডে’র উদ্যোক্তা এবং অউলি গ্রুপের চেয়ারম্যান মহি উদ্দিন মাহিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তিনি বলেন, বর্তমানে সমাজে সিনিয়র এ সিটিজেনদের নিয়ে যেসব সমস্যা রয়েছে, আশা করি এ দিবসটি মাথায় রেখে ভবিষ্যতে পরিবার ও সমাজ থেকে সেসব সমস্যার নিরসন ঘটবে। আয়োজক কমিটির সদস্যসচিব মাহমুদা ডলি বলেন, আমাদের যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। এ কারণে আমরা দাদীমা দিবসটি পালন করতে চাই।
অনুষ্ঠানে তারা বক্তব্য প্রদানকালে আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা দিবসটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপনের আহ্বান জানান। নয়া দিগন্ত