sliderমহানগরশিরোনাম

ঢাকায় কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির এক সদস্য কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা গেছেন। জসিম (৪০) নামের এই পুলিশ সদস্যের করোনাভাইরাসের উপসর্গ ছিল।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
এর আগে জসিম ফকিরাপুলের হোটেল আল সালামে কোয়ারেন্টাইনে ছিলেন।
মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।
ঢামেকের কর্তব্যরত চিকিৎসকরা জানান, মৃত এই পুলিশ সদস্যের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।
দেশে করোনা ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক এবং নার্সের পর পুলিশ সদস্যরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button