sliderশিক্ষাশিরোনাম

ঢাকায় ইয়েস কার্ড পেলো ২০ কিশোর ক্বারী

আমানসিম সাওতুল কোরআন সিজন ১০

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা- আমানসিম সাওতুল কোরআন-২০২৫, সিজন-১০ এর ঢাকার অডিশনে ইয়েস কার্ড পেয়েছে ২০ জন কিশোর কারি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে অডিশন গ্রহণ সম্পন্ন হয়। অডিশনে বিচারকের দায়ীত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আবু সালেহ মুহাম্মদ মুসা ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ক্বারী আবুজর গিফারী।

বিচারকদের বিচার-বিশ্লেষণে সেরা ২০ জন প্রতিযোগিকে ইয়েস কার্ড প্রদানের মাধ্যমে বাছাই করে নেয়া হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এছাড়াও ১২ জন প্রতিযোগিকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এসএ টিভিতে সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ, তৃতীয় স্থানকারী ১ লাখ এবং চতুর্থ স্থানকারী পাবে ৫০ হাজার টাকা। এ ছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও গিফট হ্যাম্পার।
বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Back to top button