ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকায় শনিবার বেলা দেড়টার দিকে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হলে দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ জানায়, তিস্তা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এর পর থেকে উত্তর ও দক্ষিণের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ইতোমধ্যেই একটি উদ্ধারকারী ট্রেন পাকশী থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি।