sliderআইন আদালতশিরোনাম

ঢাকার কয়েকটি জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবন এলাকাসহ কয়েকটি এলাকায় শুক্রবার থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো: মাইনুল হাসান পিপিএম, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শুক্রবার (৩০ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।’

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয় গণবিজ্ঞপ্তিতে।

সূত্র : ডিএমপি নিউজ

Related Articles

Leave a Reply

Back to top button