দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল তিতাসের গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ও দাউদকান্দির জামাল কান্দি ওসমানিয়া উচ্চ বিদয়ালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোঃ আবু জাহের ও সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ। উপস্থিত ছিলেন অন্যান্য অতিথি বৃন্দ। জামাল কান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাতুল আলম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক। উপস্থিত ছিলেন অভিভাবক সহ জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা।