দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার তিতাসের গোপালপুর ড.মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে এক দোয়ার আয়োজন করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসারত স্কুল প্রতিষ্ঠাতা ড.খন্দকার মোশাররফ হোসেন ও স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্কুলের এডহক কমিটির সভাপতি মোঃ আবু জাহের,শিক্ষক প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসাইন,অভিভাবক সদস্য মোঃ মোবারক হোসেন সরকার। আব্দুল হাই মাস্টারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ হানিফ খান, অহিদুর রহমান মাস্টার, মোঃ মোতাকাব্বের,দেলোয়ার হোসেন খান, মোজাম্মেল হক, জুলহাস উদ্দিন মুন্সি, মোসলেম সওদাগর, শফিকুল ইসলাম মুন্সি, আকলিমা আক্তার, সাবিকুন্নাহার,তানহা আক্তার বক্তব্য রাখেন। মুনাজাত করেন মাওলানা আলী হোসেন।