দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: সিঙ্গাপুরে চিকিৎসারত বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এর আশু সুস্থতা কামনা করে দাউদকান্দি সহ বিভিন্ন উপজেলায় দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে। এতে দলীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ গ্রহণ করে। উল্লেখ যোগ্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, মারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহনেওয়াজ ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজী, মোঃ সেলিম রেজা, যুবদলের দাউদকান্দি উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, যুগ্ম আহবায়ক মোঃ বশির সরকার, মোঃ হারিছ চৌধুরী, মোঃ মনির মেম্বার, মোঃ বাবুল মেম্বার, মোঃ জাকির মেম্বার, মোঃ আলী মেম্বার, মোঃ শহীদ মেম্বার, আঃ রশিদ, হারুন উর রশিদ, মোঃ শাহআলম, বিপু, মোঃ ইমতিয়াজ, মোঃ রেদোয়ান নেতৃবৃন্দ প্রমুখ । দোয়ার আয়োজন করায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ড. মোশাররফের ছোট ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।