sliderস্থানিয়

ডেরা রিসোর্ট বন্ধ ও এশিউর গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে অবস্থিত বহুল আলোচিত সমালোচিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার স্থায়ীভাবে বন্ধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় উলামায়ে কেরাম ও গ্রামবাসী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার হাতে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পূর্ববর্তী সরকারের সময় অদৃশ্য প্রভাববলয়ে রিসোর্টটি অনুমোদন পায় এবং পরবর্তীতে ভেতরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডসহ নানা অনিয়ম চলতে থাকে। স্থানীয়দের প্রতিবাদে বিষয়টি জেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তারা। দাবিগুলো হচ্ছে –

১. রিসোর্টের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে সেখানে শিল্প বা কল-কারখানা স্থাপন;

২. রিসোর্টের ভেতরে অবৈধভাবে দখলকৃত কবরস্থান উদ্ধারে পদক্ষেপ নিয়ে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করা;

৩. ভরাট করে দখল করা সরকারি খাল পুনঃখনন করে কৃষিজমির জলাবদ্ধতা নিরসন;

৪. জমি হারানো ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়া;

৫. অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

এ সময় জেলা ইমাম পরিষদের সভাপতি সাঈদ নূর, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুজিবুর রহমান, ঘিওর উপজেলা পরিষদের ইমাম আলমগীর হোসেন, মুফতি হাসান মুহাম্মদ শরীফ, নবগ্রাম জামে মসজিদের ইমাম মুহাম্মদুল্লাহ আল মাহমুদ, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক, মোহাম্মদ লিটন মিয়াসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তদন্ত করে অভিযোগের সত্যতা পায় এবং পরবর্তীতে রিসোর্টের লাইসেন্স বাতিল করে।

এরপর ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত আদেশে মানিকগঞ্জ জেলা প্রশাসককে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়রা বলছেন, কেবল লাইসেন্স বাতিলই যথেষ্ট নয়; স্থায়ীভাবে রিসোর্ট বন্ধ ঘোষণা করে অনিয়মকারীদের শাস্তি নিশ্চিত করলেই এলাকাবাসী প্রকৃত ন্যায়বিচার পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button