sliderস্থানীয়

ডেঙ্গু প্রতিরোধে নাটোর পৌরসভার সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ ১৭ আগস্ট বৃহস্পতিবার সকাল দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এতে পৌর মেয়র উমা চেীধুরী জলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আশরাফুল ইসলাম প্রমুখ।

কার্যক্রমে ফগারের মাধ্যমে মশা নিধন, বদ্ধ পানি নিষ্কাশন, ঝোপঝার পরিস্কার, লিফলেট বিতরণ, বিষাক্ত জীবানু নাশক পাউডার ছিটানো হয়। এসময় অতিথিরা ডেঙ্গু প্রতিরোধে সাধারণ জনগনকে এগিয়ে আসার আহবান জানান। পৌর মেয়র জানান, জনগণ সচেতন না হলে পৌসভার একার পক্ষে এ্ই বিশাল কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব নয়। যতদিন বৃষ্টি থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button