sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উতক্ষেপন করেছে উ: কোরিয়া

ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার দেশটি এই পরীক্ষা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
তবে কোন লক্ষ্যে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছে অথবা ক্ষেপণাস্ত্রটির পাল্লা বা ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেন নি ওই কর্মকর্তা।
উত্তর কোরিয়ার উপকূলীয় শহর সিনপো তীরবর্তী একটি স্থান থেকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এর আগে সিনপোর কাছে ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ব্যাপারে তোড়জোড় চলছিলো বলে জানান বিশ্লেষকরা।
এদিকে ইতোমধ্যে উত্তর কোরিয়ার নতুন এই প্রযুক্তি নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রচণ্ড উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
দেশটি এমন এক সময়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো যার মাত্র একদিন আগেই কোরীয় উপদ্বীপে অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের উদ্দেশ্যে ওয়াশিংটন এবং সিউল একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এদিকে থাড ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরোধিতা করে চীন এবং রাশিয়া বিবৃতি দিয়েছে। দেশ দুটি বলেছে, কোরীয় উপদ্বীপে থাড ক্ষেপণাস্ত্র মোতায়েন ভারসাম্য নষ্ট করবে এবং অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে।

Related Articles

Leave a Reply

Back to top button