sliderস্থানীয়

ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক দরকার–টেলিযোগাযোগ মন্ত্রী

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এমনকি টিকে থাকতে হলে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, আর এজন্য প্রতিটি নাগরিক তথ্য প্রযুক্তি নির্ভর তথা ডিজিটাল স্মার্ট হিসেবে তৈরি হতে হবে। ২১ অক্টোবর, শনিবার তিনি দাউদকান্দি পৌর সদরে আবিদ প্লাজায় আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। তিনি আরো উল্লেখ করেন,১৯৯৯ সালে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল প্রতিষ্ঠা করা হয়, এটির প্রথম শাখা দাউদকান্দি গৌরীপুরে স্থাপিত হয় যা বর্তমানে কলেজ পর্যায়ে উত্তির্ন হয়েছে। আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন জুঁই, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসফাকুজ্জামান, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ও পরিচালক মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্যরা প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

Related Articles

Leave a Reply

Back to top button