দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: তিতাস উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. রওনক আহমেদ (৭২) মঙ্গলবার অপরাহ্নে রাজধানীর একটি প্রাইভেট হসপিটালে ইন্তেকাল করেছেন। তাঁর জানাজার নামাজ বুধবার বেলা দুইটায় জগতপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন। সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমেদ এর ছোট ছেলে ছিলেন ডা.রওনক আহমেদ। দানবীর খ্যাত রওনক আহমেদ রাজধানীর উত্তরায় আরএমসি নামে একটি প্রাইভেট হসপিটালের এমডি ছিলেন। বৃহত্তর দাউদকান্দির অসংখ্য অসহায় দুস্থ মানুষের জন্য প্রায় ফ্রি চিকিৎসা সেবা হতো তাঁর এই হসপিটালে।