sliderরাজনীতিশিরোনাম

ডামি নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করলো গণতান্ত্রিক বাম ঐক্য

আজ ২৭ ডিসেম্বর ২০২৩ (বুধবার) সকালে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ডামি নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। রাজধানীর তোপখানা রোডস্থ জোটের অফিস থেকে লিফলেট বিতরণ শুরু করে পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড় হয়ে শ্রম ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতান্ত্রিক বাম ঐক্য।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)’র আহবায়ক আবুল কালাম আজাদ, উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান সহ জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জাতীয় নির্বাচনকে একটি তামাশায় পরিণত করেছে। জনগণের করের টাকা খরচ করে ডামি নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। যেখানে সারা বিশ্বে সরকারি দল নির্বাচিত করতে ভোট হয়, সেখানে তারা বিরোধী দল নির্বাচনের ভোট করছে। ভোটের ফলাফল পূর্বনির্ধারিত এটা সবাই বিশ্বাস করে। তাই এ ধরনের হাস্যকর নির্বাচনকে প্রত্যাখান করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আগামীকাল ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় পুরানা পল্টন মোড় থেকে গণতান্ত্রিক বাম ঐক্য আবারো লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করবে।

প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Back to top button