sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম
ডনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা আর নেই

পতাকা ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প ৭৩ বছর বয়সে মারা গেছেন। তিনি ডনাল্ড ট্রাম্পের প্রথম তিনটি সন্তানের মা। বৃহস্পতিবার তার মৃত্যুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে আরও বলা হয়, ইভানা ট্রাম্প নিউ ইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন। ট্রুথ সোশ্যাল নামের সামাজিক মিডিয়ায় এ কথা লিখেছেন ট্রাম্প। তবে কিভাবে তিনি মারা গেছেন তা জানা যায়নি। ৭৬ বছর বয়সী ট্রাম্প লিখেছেন, সে ছিল একজন চমৎকার, সুন্দরী ও বিস্ময়কর নারী। সে একটি মহৎ ও অনুপ্রেরণাময় জীবন কাটিয়েছে। তার গর্ব ও আনন্দ হলো তার তিনটি সন্তান।
তারা হলো ডনাল্ড ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ও এরিক। এসব সন্তানদের নিয়ে সে খুব গর্ব করতো। তারাও তাদের মাকে নিয়ে গর্ব করতো। শান্তিতে ঘুমাও ইভানা।
উল্লেখ্য, ইভানা ট্রাম্প একজন মডেল ছিলেন। তিনি সাবেক চেকো¯েøাভাকিয়ায় কমিউনিস্ট শাসনের অধীনে বড় হয়েছেন। ১৯৭৭ সালে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন ট্রাম্প ছিলেন একজন রিয়েল এস্টেট ডেভেলপার। এর এক বছর পরে বড় ছেলে ডনাল্ড জুনিয়র জন্মগ্রহণ করেন। ইভাঙ্কার জন্ম হয় ১৯৮১ সালে এবং এরিকের জন্ম হয় ১৯৮৪ সালে।
ট্রাম্প বিয়ে করেছেন তিনবার। তিনি পাঁচ সন্তানের জনক। তার প্রথম স্ত্রী চেক মডেল ইভানা। ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ১৯৯৩ সালে তাদের বিয়ে হয়। বিচ্ছেদ ১৯৯৯ সালে। ২০০৫ সালে তৃতীয় বিয়ে করেন ট্রাম্প। স্ত্রী মডেল মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন আমেরিকার ফার্স্ট লেডি ও হোয়াইট হাউস এ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গী।