sliderস্থানীয়

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী মেলা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক।

মেলায় ১৪ টি স্টল এর মধ্যে রয়েছে হরেক রকমের পিঠা, হস্তশিল্প, বিউটিশিয়ানসহ একজন নারীকে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি করার প্রশিক্ষণ। যা দেখে অন্যান্য নারীরা কাজের আগ্রহ নিয়ে এগিয়ে আসবেন। এ সময়ে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক সহ কলেজের হাজারো নারী শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন তারা এই মেলার মাধ্যমে অনেক কিছু শিখছেন এবং অন্যদেরকেও শেখাতে পারছেন। চাকরির পেছনে না ঘরে নিজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। সেই দিকটা নিয়ে অসংখ্য নারীরা এখন কাজ করে যাচ্ছে। নতুন বাংলাদেশে নতুন কিছু নিয়ে কাজ করার আশা তাদের।

Related Articles

Leave a Reply

Back to top button