sliderস্থানীয়

ঠাকুরগাঁও বিজিবি’র আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বিজিবির রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও বিজিবি কাবাডি গ্রাউন্ডে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি’র) ব্যবস্থাপনায় ও ঠাকুরগাঁও সেক্টরের তত্ত্বাবধানে সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোর্শেদ আলম, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইয়াছির জাহান পিএসসি, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এইচ এম হাফিজুর রহমান,এসপিপি পিএসসি, ৬১ বিজিবি অধিনায়ক, ঠাকুরগাঁও বিজিবি হাসপাতালের অধিনায়ক লেঃ কর্নেল ডাঃ রাশিদুল ইসলাম, স্বাগতিক ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজীর আহম্মদ প্রমুখ। এ সময় ৫৬ বিজিবির অধিনায়ক সহ সেক্টর ও বিভিন্ন ব্যাটালিয়নের ১৬ জন অফিসার উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ৬১ বিজিবি ২৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও ৫০ বিজিবি ২৫ পয়েন্ট পেয়ে রানার আপ হয়। প্রতিযোগিতায় মোট ১৫টি ব্যাটালিয়ন অংশগ্রহন করে। উল্লেখ্য, ১৭ অক্টোবর এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button