sliderস্থানীয়

ঠাকুরগাঁও জেলা পরিষদ শিশু পার্ক মেলা উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পরিষদ শিশু পার্ক মেলা উদ্বোধন করা হয়। শুক্রবার সন্ধায় পৌর শহরের টাঙ্গন নদীর তীরে অবস্থিত ঠাকুরগাঁও জেলা পরিষদ শিশু পার্কে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী। মেলা প্রাঙ্গনে অবস্থিত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, গেস্ট অব অনার ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সহ -সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার, ঠাকুরগাঁও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন প্রমুখ। মেলা প্রাঙ্গনে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, কসমেটিসক, প্রসাধনী সামগ্রীর বেশকিছু স্টল বসেছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, দোলনা সহ বিভিন্ন খেলনা ও জাদুঘর রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button