sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মন্ডপে দুর্গোৎসব

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও জেলায় ৪৭৮টি মন্ডপে এবার হবে শারদীয় দুর্গোৎসব। মা দুর্গাকে সাজাতে রাতদিন কাজ করছেন প্রতিমা কারিগররা। শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মের এই উৎসব আয়োজন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সরেজমিন দেখা যায়, শহরের কেন্দ্রীয় গোবিন্দ জিউ মন্দির, দুর্গা বাড়ি মন্দির, কালীবাড়ি মন্দির, শান্তিনগর মন্দির সহ বিভিন্ন মন্ডপে প্রতিমা বানাতে ব্যস্ত কারিগররা। অনেক মন্ডপে প্রতিমা তৈরি শেষে চলছে রং-তুলির কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও শাখার সভাপতি উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুণাংশু দত্ত টিটো বলেন, সবাইকে নিয়ে পালন করা হবে দুর্গা উৎসব। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, দুর্গোৎসব ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button