sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে স্টেডিয়ামে আয়োজিত কনসার্টের স্থান পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সমাবেশ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: “মাঠ বাঁচাও, ক্রিকেট বাঁচাও” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ে জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। করেছেন ক্রিকেটার ও খেলোয়াড়রা।

ঠাকুরগাঁওয়ের সকল ক্রিকেট খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ব্যানারে বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনালিস্ট রাশেদ ইকবাল, সাবেক খেলোয়ার রাশেদ, জুলু, আরমান ও বর্তমান খেলোয়াড়রা সহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, ঠাকুরগাঁও চিরন্তন এর উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর শনিবার জেলা স্টেডিয়ামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। কিন্তু এমন সময় এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে যখন আমাদের ঠাকুরগাঁও জেলার ক্রিকেট খেলোয়াড়রা নিজেদের শেষ প্রস্তুতি নিতে চলেছে আগামী ঢাকা ১ ম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন লীগের জন্য। সেই সাথে জেলা অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের চুড়ান্ত প্রস্তুতি চলমান। এই সময়ে স্টেডিয়ামে এমন অনুষ্ঠান হলে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে যা খেলোয়াড়দের চরম ক্ষতির মুখে ফেলবে। । যেখানে একটি মাঠ উপযুক্ত করতে আমাদের প্রায় ৭ মাস সময় লাগে এবং খরচ হয় প্রায় ৭ লক্ষ টাকা। এসব ক্ষয়ক্ষতি যেন না হয় এজন্য আমরা এই কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছি।

পরে তারা এবিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করলে ক্ষয়ক্ষতির ব্যাপারটি মাথায় রেখে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি স্থানান্তর করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

Related Articles

Leave a Reply

Back to top button