sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে রাম চন্দ্র পাল (৩২) নামে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় সন্দেহে এক জনকে আটক করেছে ৪২ বিজিবি।

শুক্রবার সন্ধায় জেলার হরিপুর উপজেলার চাপসার সীমান্ত হতে তাকে আটক করে বিজিবি পরে তাকে হরিপুর থানায় হস্তান্তর করা হয় এবং ৪২ বিজিবি’র পক্ষ থেকে আন্তর্জাতিক পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়। সংশ্লিষ্ট মামলা এবং আটককৃত ব্যাক্তির বিষয়ে শনিবার ৪২ বিজিবি’র পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

জানাযায়, শুক্রবার বিকেলে জেলার হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪৬ /১৬ আর এর নিকটবর্তী ডাকদহ গোপালপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র একটি নিয়মিত টহল দল রাম চন্দ্রকে দেখতে পায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা তার নাম এবং আনুষাঙ্গিক বিষয়ে জানতে চাইলে সে নানা অঙ্গভঙ্গি করতে থাকে। এসময় তাকে তল্লাশী করে ডান হাতে হিন্দিতে একটি ট্যাটু (উল্কি) পাওয়া যায়। এতে তাকে ভারতীয় নাগরিক বলে সন্দেহ করা হয়। পরে বিজিবি’র সদস্যরা তাকে আটক করে এবং হরিপুর থানা পুলিশে সোপর্দ করে। তার পূর্ণ পরিচয় বা ঠিকানা ওই ব্যক্তি দেয়নি বলেও জানায় হরিপুর থানা পুলিশ।

ঠাকুগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, হরিপুরে সীমান্তে ৪২ বিজিবি’র একটি টহল দল সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে এবং আমাদের থানায় সোপর্দ করে। বিজিবি’র পক্ষ থেকে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button