sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে নাইমুর রহমান নাইম (২২) নামের বাংলাদেশী এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কোটাপাড়া বাংলাদশে সীমান্তের ৩৮৩/২ এস নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নাইম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বলে তথ্য পাওয়া গেছে।

আহতের পারবিারকি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে নাইম তার চাচা আলমগীরের সাথে সীমান্তের ৩৮৩/২ এস মেইন পিলার এলাকায় তাদের নিজেদের আবাদি জমিতে গরুর ঘাস কাটতে যায়। এ সময় সীমান্তের ওপারের ভারতীয় বিএসএফ’র ভেলাগাছি ক্যাম্পের জোওয়ানরা তাদের লক্ষ্য করে চিৎকার করে এবং গুলি ছুড়ে। এ ঘটনায় নাইম ডানপায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে তার চাচা আলমগীর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে গুলিবিদ্ধ যুবকের চাচা আলমগীর জানান, আমরা চাচা ভাতিজা একসাথেই ঘাস কাটছিলাম। আমরা নো মেনস লেন্ড-এর থেকে দূরেই ছিলাম। কারণ আমরা আমাদের যে জমিতে আলু ভুট্টা চাষ করি সে জমিতেই গরুর জন্য ঘাস কাটছিলাম। সকালে ১০টার সময় আমরা ঘাস কাটতে যাই। কিছুক্ষণ পরেই সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা আমাদের দেখে চিৎকার করে এবং তারা গুলি ছুড়ে। এ সময় মাটিতে পড়ে থাকা নাইমের আর্তচিৎকারে আমি বুঝতে পারি সে গুলিবিদ্ধ হয়েছে। তাকে তাৎক্ষণিক সেখান থেকে নিয়ে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি। গুলিতে তার ডান পায়ের হাড় ভেঙে গেছে। বর্তমানে নাইম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে বরাবরের মতোই এবারো ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button