মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিনান্স অফিসারের কার্যালয় ঠাকুরগাঁওয়ের আয়োজনে রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিনান্স অফিসার আছাদুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম। সভায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও সরকারী বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।