sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল দশটায় ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও রংপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের আমির ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা জামায়াতের সেক্রেটারি ও শ্রমিক কল্যাণের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, রংপুর অঞ্চলের সহকারি পরিচালক মুনিরুজ্জামান জুয়েল, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ।

সম্মেলনে আগামী ২০২৫-২৬ সালের জন্য মতিউর রহমানকে সভাপতি, বদরুল ইসলামকে সহসভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, আল মামুন ইসলামকে সহসাধারণ সম্পাদক ও ইব্রাহিম খলিলকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button