sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় কাব ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ক্যাম্প ফায়ারের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে শেষ হলো সপ্তাহ ব্যাপী দ্বাদশ জাতীয় কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ।

বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান (পিটিআই) স্কুল মাঠে মহা তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে এ ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

স্কাউট সমাবেশে জেলার প্রায় ১০০ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সপ্তাহ ব্যাপী চলা এ সমাবেশে ১২ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর ৩ দিন অনুষ্ঠিত হয় কাব ক্যাম্পুরী যেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরবর্তীতে ১৫ই ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্কাউট সমাবেশ।

মহা তাবু জলসায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), সদর উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও সদর উপজেলা ইউএনও বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক লিটন সহ বিভিন্ন স্কুলের স্কাউট শিক্ষক প্রতিনিধি সহ অন্যান্যরা।

ঠাকুরগাঁও সদর উপজেলা স্কাউট কমিটির সভাপতি বেলায়েত হোসেন জানান, সদর উপজেলা স্কাউট কমিটির আয়োজনে আমরা সফলভাবে সপ্তাহ ব্যাপী এ অনুষ্ঠানটি করতে পেরেছি। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রমটি আরো বেগবান হবে এবং এ সমাবেশে অংশগ্রহণকারী প্রতিটি শিশু আত্মনির্ভরশীল হয়ে বড় হবে এ প্রত্যাশা আমাদের আছে।

Related Articles

Leave a Reply

Back to top button