মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ত্রি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর সহযোগীতায় শনিবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক এ কে এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এ সময় সংগঠনটির ত্রি বাষিক নির্বাচনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান পদে রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান গোলাম সরওয়ার মোর্শেদ, সেক্রেটারী রিনি বেগম, ট্রেজারার মানিক মিয়া, ডিরেক্টর সেকেন্দার আলী ও সাদেকুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।