sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে রাস্তা মেরামত নামে নিম্নমানের কাজ করার অভিযোগ, তিন দিনে দূর্ঘটনা ঘটেছে একাধিক !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রোড বালিয়াডাঙ্গী মোড় হতে বাসস্টান্ড পর্যন্ত রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সড়ক ও জনপথ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কি কারনে রাস্তা সংষ্কারের নামে ভালো রাস্তাটিকে উল্টো খারাপ করা হল তা দৃশ্যমান হওয়া দরকার বলে ভুক্তোভোগীদের অভিযোগ। তাদের এটাও অভিযোগ যে, এতে করে একদিকে যেমন বেড়েছে সড়ক দূর্ঘটনা অপর দিকে অপচয় ও অপব্যবহার হয়েছে সরকারী অর্থের। সুত্রমতে, ঠাকুরগাঁও সড়ক ও জনপথ বিভাগের অধিনে ঠাকুরগাঁওয়ে রোড বালিয়াডাঙ্গী মোড় হতে বাসস্টান্ড পর্যন্ত ৩.৫ কিলোমিটার রাস্তার সংষ্কার কাজ করেছেন আমিনুল হক প্রাইভেট লি: নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আর রাস্তা সংষ্কারের প্রাইমার সিল নামের এ কাজের ব্যায় ধরা হয়েছে ২০ লক্ষ টাকা। জানা যায়, রাস্তা সংষ্কারের এ কাজটি রোড বালিয়াডাঙ্গী মোড় এলাকায় গত ১০ আগষ্ট বৃহস্পতিবার শুরু হলে ১২ আগষ্ট শনিবার রাত ১০ টা পর্যন্ত কাজ চালিয়ে যায় ঠিকাদারের লোকজন। এ সময়ে রোড এলাকার সন্তোষ বস্ত্রালয়ের সামনে রাতের আধারে রাস্তার কাজ করার অবিযোগে তা বন্ধ করে দেয় স্থানীয়রা। পরদিন ১৩ আগষ্ট রোববার সারাদিন বৃষ্টির মাঝেই রাস্তা সংষ্কারের কাজ সেড়ে ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে রাস্তার কাজ সম্পূর্ণ হলেও যে কারনে রাস্তাটির সংষ্কার কাজ চলছিল বাস্তবে হয়েছে তার উল্টো। দূর্ঘটনার শিকার হওয়া বদ্বেশরি বাজার এলাকার কাব্য বলেন, গত ১৩ আগষ্ট রোববার সন্ধায় আমি শিবগঞ্জ হতে বাড়ি ফিরছিলাম। রাস্তার ওপরে গুড়ো পাথর থাকায় আমার মটরসাইকেলটি পিছলে পড়ে যায় এবং আমি ও আমার সাথের আরোহী বেশ আহত হই। পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাস্তা সংষ্কারের নামে এ ধরনের বাজে কাজ আমি এর আগে কখনও দেখিনি। একই ঘটনা ঘটে মোশাররফ সহ আরো কয়েকজন মটরসাইকেল আরোহীর সাথে। ঠাকুরগাঁও সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আল রাজি লিওন বলেন, রাস্তাটি কিছু কিছু জায়গায় ফেটে যাচ্ছিল। প্রাইমারি সিল এর কাজে সেসব ফাটা বন্ধ হয়ে যায়। দূর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যারা দূঘৃটনার শিকার হয়েছেন তারা বেপরোয়া গতিতে মটরসাইকেল চালাচ্ছিলেন বলেই দূর্ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Back to top button