sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় রিফাত (২১) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কুজিশহর ঘুরনগাছ এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা। হত্যাকাণ্ডের শিকার রিফাত (২১) পেশায় একজন রিকশাচালক। তিনি ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার নূর আলমের ছেলে। পুলিশ জানায়, ১৬ অক্টোবর সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রিফাতকে ভাড়া করে রুহিয়ায় নিয়ে আসে। পরে তারা রিফাতের অটোরিকশা ছিনিয়ে নিয়ে তাকে গলাকেটে হত্যা করে। ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে রুহিয়া থানার পুলিশ কুজিশহর চারপুকুরি হতে মন্ডলাদামগামী কাঁচা সড়কের পাশে একটি বাঁশঝাড় সংলগ্ন ধানক্ষেত হতে তার মরদেহ উদ্ধার করে। রুহিয়া থানার ওসি সোহলে রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় রুহিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Related Articles

Leave a Reply

Back to top button