sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুর হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে শহরের পাবলিক ক্লাব মাঠে শহীদ বেদীতে শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এরপরে ঠাকুরগাঁও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংগঠন, ঠাকুরগাঁও প্রেসক্লাব, রাজনৈতিক সংগঠন, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব, সরকারি, বে-সরকারি দপ্তর সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরপরে বিজয় দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। ৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্মান কেড়ে নেয়া দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।

Related Articles

Leave a Reply

Back to top button