ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্সের আহ্বায়ক হাবিবুল ইসলাম বাবলুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড চত্বরে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতি ও ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য দেন, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু কাশেম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদ আলম লাবু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু, সড়ক সম্পাদক সাকিব বাবু সহ অন্যান্যরা।
এসময় বক্তরা বলেন, ‘গত ২৪ ডিসেম্বর শিবগঞ্জ চৌরাস্তায় ‘সন্ত্রাসীরা’ অর্তকিতভাবে হত্যার উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর উপর হামলা চালায়। এ ঘটনায় রাতেই সদর থানায় একটি মামলা করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তবে এই মামলায় আরও যেসব আসামি রয়েছে তাদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’
জেলা ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু বলেন, ‘কি কারণে তারা আমার উপর হামলা করেছে আমি জানি না। আমাকে মারলো আমার ব্যবসা প্রতিষ্ঠা ভাংচুর করলো আগুন দিলো। আমি বাধা দিতে গেলে মারপিট করে আমার হাত ভেঙ্গে দিলো। আমি সেই রাতেই মামলা করেছি। পুলিশ ৩ জনকে গ্রেফতারও করেছে শুনেছি। আশা করবো বাকীদের গ্রেফতার করা হবে।’
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান বলেন, আমরা তিনজনকে গ্রেফতার করেছি রাতেই। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।