sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দপ্তরের সেবা বঞ্চিতদের নিয়ে দুদকের গণশুনানি

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন অধিদপ্তর ও সরকারি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার বা সেবা বঞ্চিতদের নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে সোমবার সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলরুমে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন। এছাড়াও সভায় দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, রংপুর বিভাগের পরিচালক তালেবুর রহমান, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক সহ জেলার সকল সরকারি দপ্তরের প্রধান,জন প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এসময় উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ ঠাকুরগাঁও সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরেন। সেই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button