sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়ে সহ নিহত-৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় বজ্রপাতে মা-মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ১১ আগষ্ট রোববার দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলো— রাণীশংকৈলে উপজেলার হোসেগাঁও ইউনিয়নের উঝধারী গ্রামে সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫), মেয়ে সাথী আক্তার (১৪) ও হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামে নওশাদ আলীর ছেলে আব্দুল আলিম (৩০)।

নিহত মেরিনার স্বামী সৈয়দ আলীর বরাত দিয়ে রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব জানান, সকাল থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে ধানখেতে নিড়ানির কাজ করছিলেন সৈয়দ আলী। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে ফসলের মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে, আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান জানান, আব্দুল আলিম ধানখেতে নিড়ানির কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ায় পথেই বজ্রপাত মারা যায় আব্দুল আলিম।

Related Articles

Leave a Reply

Back to top button