ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় বজ্রপাতে মা-মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ১১ আগষ্ট রোববার দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলো— রাণীশংকৈলে উপজেলার হোসেগাঁও ইউনিয়নের উঝধারী গ্রামে সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫), মেয়ে সাথী আক্তার (১৪) ও হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামে নওশাদ আলীর ছেলে আব্দুল আলিম (৩০)।
নিহত মেরিনার স্বামী সৈয়দ আলীর বরাত দিয়ে রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব জানান, সকাল থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে ধানখেতে নিড়ানির কাজ করছিলেন সৈয়দ আলী। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে ফসলের মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে, আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান জানান, আব্দুল আলিম ধানখেতে নিড়ানির কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ায় পথেই বজ্রপাত মারা যায় আব্দুল আলিম।