sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে আবারও ১ জনের মৃত্যু, ২ দিনে নিহত ৪, আহত ৮

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আবারও বজ্রপাতে কালাম মিয়া (৪৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১২ টার সময় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড় গ্রামে এঘটনা ঘটে। নিহত কালাম ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১ টার সময় বাড়ির পাশের একটি বীলে মাছ ধরতে যায় কালাম। কিছুক্ষণ পর বজ্রপাতের বিকট শব্দ হলে আশে পাশের লোকেরা কালামকে মাটিতে পড়ে থাকতে দেখে। তারা দ্রুত কালামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

উল্লেখ্য, এ নিয়ে গত দুদিনে ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৪। এর আগে গত মঙ্গলবার সকালে বজ্রপাতে গড়েয়ায় শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের নজরুল ইসলামের ছেলে মনির হোসেন (১৭) ও একই এলাকার দুলালের ছেলে আরিফুল ইসলাম (১৯) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩) নিহত হয়। বজ্রপাতের এ ঘটনায় আহত হয় আরো ৮ জন।

Related Articles

Leave a Reply

Back to top button