sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যোগে ঠাকুরগাঁও জেলা শহরের সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি সচেতনমুলক এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মনজুর আলম। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শরিফুল ইসলাম সহ বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ঠাকুরগাঁও জেলা শাখার অনেকে। উবদ্বাধনী অনুষ্ঠানে ডেন্টাল সোসাইটির নেতারা বলেন, স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই। সময় মত দাঁতের যত্ন নেয়া জরুরি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন। কারন অল্প বয়সেই অনেক শিশুর দাঁত নস্ট হতে বসেছে। এতে তাদের জীবনে অনেক কস্টের মুখোমুখী হতে হবে। সেই সাথে বেশকিছু গুরুত্বপূর্ন বিষয় তুলে ধরেন তারা। এমন আয়োজনে স্বাস্থ্য সেবা গ্রহন করতে পেরে বেশ খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। এ বিষয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মনজুর আলম জানান, বর্তমানে এ ধরনের ক্যাম্পেইনগুলো শহরের শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। আগামী এর পরিধি বাড়িয়ে গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে করা হবে। আর এ অনুষ্ঠানের দিন ব্যাপি ক্যাম্পেইনে শতাধিক শিক্ষার্থীকে পরামর্শ প্রদানের পাশাপাশি বিনামুল্যে ব্রাশ প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button