slider

ঠাকুরগাঁওয়ে পূজা মন্ডপ পরিদর্শনে মির্জা আলমগীরের প্রতিনিধি দল

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। এ উৎসবে ঠাকুরগাঁওয়ের সনাতন ধর্মাবলম্বী এবং তাদের পূজা মন্ডপ এর নিরাপত্তায় জেলা বিএনপির পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আর এ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে উৎসবে অংশগ্রহণকারীদের কুশলাদি বিনিময় করেছে বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলামের প্রতিনিধি দল।

দেশে চলমান সাম্প্রতিক সমস্যার কথা মাথায় রেখে পূজা শুরুর দিন থেকে জেলা বিএনপির পক্ষ থেকে জেলার ৪৬৩ টি পূজা মন্ডপে প্রতিটিতে দুই শিফটে ৬ জন করে মোট ১২ জন স্বেচ্ছাসেবী কর্মী মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধায় জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে এবং মোতায়েন করা স্বেচ্ছাসেবী কর্মীদের কাজের তদারকি করে এ প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাবেক পৌর মেয়র এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ, ছাত্রদল সভাপতি কায়েস, সদর উপজেলা যুবদল সভাপতি লিটন সহ দলের নেতাকর্মীরা।

মন্ডপ পরিদর্শনকালে প্রতিনিধি দলের পক্ষে মির্জা ফয়সল আমিন বলেন, আমাদের এ দেশটি সবার। এখানে মুসলমানদের যেমন অধিকার রয়েছে, ঠিক তেমনি অধিকার রয়েছে হিন্দু, বৌদ্ধ, খিষ্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরও। হাসিনা সরকারের পতনের সাথে সাথে তাদের দালালেরা আমাদের এ সম্প্রীতি নষ্ট করতে বার বার নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এসব ষড়যন্ত্র ধুলিসাৎ করতে দলের চেয়ারপারসন এর পক্ষ থেকে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তার ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে আমরা দলের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করেছি। দলের মহাসচীবের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দলটি সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সব সময় পাশে আছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button