sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে পাটচাষি সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন, সম্প্রসারণ,পাট পন্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে চাষিদের উদ্বুদ্ধকরনের লক্ষ্যে পাটচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০ জুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। “পাট শিল্পের অবদান,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এই শ্লোগানে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয় ঠাকুরগাঁয়ের আয়োজনে সমাবেশে ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষণ অফিসার মোছাম্মাৎ শামীমা নাজনীন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক (সমন্বয়) মো: ওসমান আলী শেষ প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও আশপাশের ঠাকুরগাঁও জেলার কয়েকশ পাট চাষী উপস্থিত ছিলেন। সমাবেশে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন, সম্প্রসারণ, পাট পন্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে চাষিদের উদ্বুদ্ধকরনে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button