sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয় ও সর্বরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরী করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছাড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্ত-কর্মচারিদের হয়রানির প্রতিবাদে ও গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সর্বরাহসহ সকল অনিয়মিত, চুক্তি ভিত্তিক কর্মচারিদের চাকুরি নিয়মিত করণের দাবী বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহক সেবা চালু রেখে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্বারকলিপি প্রদান করেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা।
দ্রুত সময়ে দাবী বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা।

Related Articles

Leave a Reply

Back to top button