sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে নিখোজের ২১ দিনেও গৃহবধুর সন্ধান মিলেনি

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়ায় যমুনা রানী শর্মা (২৪) নামে এক গৃহবধু নিখোজের ২১ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি। এ ঘটনায় গত ১২ অক্টোবার তার স্বামী বিলাস চন্দ্র শীল ঠাকুরগাঁও সদর থানায় ৭৮৮ নং- সাধারণ ডায়েরী জমা করেন। সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ঐ গৃহবধু তার পুত্র সন্তান রাজ কুমার শর্মা (৬) কে নিয়ে চৌধুরীহাটের এনবিডিপি শিক্ষা নিকেতন কিন্টার গার্ডেন স্কুলে নিয়ে যান। স্কুল শেষে তার ছেলে একাই চৌধুরীহাটে অবস্থিত তার বাবার দোকানে যায়। তাকে তার মায়ের কথা জিজ্ঞেস করলে সে জানেনা বলে জানায়। পরে বিলাস তার ছেলেকে নিয়ে বাড়িতে গিয়ে দেখন তার স্ত্রী বাসায় নেই। আশপাশ, আত্মীয়-স্বজনদের বাসায় অনেক খোজাখুজির পরও ঐ গৃহবধুর কোন সন্ধায় পায়নি পরিবার। বিলাস চন্দ্র শীল জানান, গত ৩ বছর পূর্বে তার স্ত্রী বাথরুমে গোসলের সময় পাশ্ববর্তী ভাড়াটিয়া মো: আলমগীর হোসেন (২৮) ও মো: জয়নাল হোসেন (৩০) নামে ২ যুবক মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারন করে। ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইল করে আসছিল। পরে বিষয়টি পরিবারের লোকজন জানার পর ঐ গৃহবধু বাদী হয়ে ২০২০ সালের ১৫ ডিসেম্বার বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন। তিনি বলেন, আমার স্ত্রীর মামলার জেরেই আসামীরা আমার স্ত্রীকে অপহরণ করতে পারে। ৩১ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত আমার স্ত্রীর কোন সন্ধান পাইনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button