মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ-২০২৪” এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের ব্যবস্থাপনায় ও “ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী”র আয়োজনে শনিবার দুপুরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
হকি একাডেমী অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শাহেদুজ্জামান রাহাত, সভাপতি আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান পিয়াল প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী’র সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বাবু, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা মাজেদ জাহাঙ্গীর অপু, ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী টিমের কোচ হারুন অর রশিদসহ অংশগ্রহণকারী ৭টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাপনি খেলায় “ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী” টিম ৪-২ গোলে ”বৈকালী সংঘ রাজশাহী” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও অংশগ্রহণকারী টিমকে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।