sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সংবেদনশীল, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা নাগরিক প্লাটফর্মের তৈমাসিক সভা অনুষ্ঠিত ও জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

ডেমত্রেসি ওয়াচের আয়োজন ও বাস্তবায়নে রোববার দুপুরে শহরের টিএফসি’র একটি সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয় । এসময় সভার সর্বসম্মতিক্রমে ঠাকুরগাঁও নাগরিক প্লাটফর্ম এর জেলা কমিটি পুনর্গঠন করা হয়।

নাগরিক প্লাটফর্মের যুগ্ন-আহবায়ক মৌসুমী রহমানের সভাপতিতে সভায় বক্তব্য দেন সংগঠনের আহবায়ক জাকির মোস্তাফিজ মিলু, যুগ্ম আহবায়ক শংকর কুমার দে, সদস্য বিপ্লব, বিলকিস আক্তার বানু, রুমি আক্তার সহ অনেকে ।

সভায় প্রশাসনের সাথে মতবিনিময়, আলোচনা সভা, সমাজ সচেতনতা বিষয়ক বিভিন্ন বিষয়ের উঠান বৈঠক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড সহ বাস্তবায়নকৃত সমস্ত কাজের ভিজুয়াল প্রদর্শনীর সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও আগামী তিন মাসের হাতে নেয়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত পর্যালোচনা ও পরিকল্পনাও গ্রহণ করা হয়। পরে দেশাত্ববোধক সঙ্গীত ও আবৃতি পরিবেশনের মাধ্যমে সভা শেষ হয়।

Related Articles

Leave a Reply

Back to top button