sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের সরঞ্জাম বিতরণ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল উপজেলার নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হল রুম থেকে প্রিজাইনিং অফিসারদের হাতে মালামাল তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন।

সরকারি রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন জানান, সোমবার সকাল থেকেই আমরা নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করেছি। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নির্দেশনা দেয়া রয়েছে তাছাড়াও ভোটের সুন্দর পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলায় ২২টি ইউনিয়নের ১৮৫টি ভোট কেন্দ্র রয়েছে। এতে ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ১৭৫ জন। ভোটে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আট প্লাটুন বিজিবি সহ আনসার পুলিশ বাহিনী যথাযথ মোতায়ন রয়েছে। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চারজন চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে ও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছে।

Related Articles

Leave a Reply

Back to top button