মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন এর ২০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং ত্রি বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে শুক্রবার সন্ধায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন ঠাকুরগাঁওয়ের সভাপতি রনজিত কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ এর সভাপতি আব্দুল মজিদ আপেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, চেম্বার অব কমার্সের সভাপতি এস এম সামসুজ্জামান দুলাল, জেলঅ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবাদুল গফুর, বাংলাদেশ দোকান মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।