sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে দু:স্থদের মাঝে লেপ বিতরণ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: হিমালয়কন্যা নামে পরিচিত ঠাকুরগাঁওয়ের ঠান্ডা অন্যান্য জেলা গুলোর তুলনায় অনেক বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তীব্র এ শীতে জেলার অসহায় ও দু:স্থদের মাঝে শীত নিবারণের জন্য লেপ বিতরণ করা হয়েছে।

জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহায়তায় সোববার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে এসব লেপ বিতরণ করা হয়।

এসময় জেলা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক মুরাদ হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক শাহ জামান লাবলু, জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব সহ সমিতির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক মুরাদ হোসেন জানান, আমাদের এই জেলায় শীত অনেক বেশি। একটা কম্বল দিয়ে আসলে শীত মোকাবেলা করা যায়না। তাই আমরা কম্বল না দিয়ে প্রতিবারের ন্যায় এবারও একশ লেপ দিয়েছি এবং আগামীতে এর পরিধি আরোও বৃদ্ধি করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button