sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন, দগ্ধ হয়ে নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলা ও বেশকয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ফলে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে দগ্ধ হয়ে আল মামুন (৩৫) ও শাহান (১৪) নামে দুইজন নিহত হয়েছে।

সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও রোড এলাকায় বালিয়াডাঙ্গী মোড়ে দোকানে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত ও অগ্নিদগ্ধ হন। তারা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। তবে আহতদের নাম ঠিকানা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

সুত্র জানায়, সোমবার সন্ধ্যায় বেশকয়েকজন দুর্বৃত্ত রোড এলাকায় দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও মালিকরা দোকানের ভেতরে লুকিয়ে থাকলে দুর্বৃত্তরা বাহির থেকে দোকানের ঝাপ আটকে দেয় এবং অগ্নিসংযোগ করে। এসময় একটি দোকানের ভেতরে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে তা বিষ্ফরিত হয়ে ৬ জন গুরুতরভাবে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শাহান ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়াার পথে মঙ্গলবার ভোরে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল মামুনের মৃত্যু হয়।

এ বিষয়ে মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তখনো বিষয়টি নিশ্চিত হতে পারেনি বলে জানান।

Related Articles

Leave a Reply

Back to top button